পাঁচ দেশে ওরাকলের ক্লাউড ডাটা সেন্টার

৪ ফেব্রুয়ারি, ২০২০ ০৩:০২  
ক্লাউড ব্যবসায় স্বগৌরবে যাত্রা শুরুর পর বেশ সময় পার করেছে বিজনেস সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান ওরাকল। এবার দ্বিতীয় প্রজন্মের ক্লাউড সিস্টেম উন্মোচন করতে যাচ্ছে কোম্পানিটি। যেখানে ওরাকল ডাটা সেন্টার পরিচালনা করবে এবং গ্রাহকরা সেখান থেকে জায়গা ভাড়া নেবে। খবর রয়টার্স। ২০১৯ সালে বিশ্বের মোট বাজারের দুই তৃতীয়াংশই অ্যামাজন ওয়েব সার্ভিসেস এবং মাইক্রোসফটের দখলে ছিলো। তবে ওরাকল তাদের ভৌগলিক পরিধি বাড়িয়ে গ্রাহকদের লুফে নেয়ার চেষ্টা করছে। ওরাকলের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ক্লে মগুয়ার্ক বলেন, ইউরোপীয় ইউনিয়নসহ বিভিন্ন দেশের ডাটা প্রাইভেসির মাধ্যমে যেখানে ডাটা তৈরি হয় সেখানেই ডাটা রাখার বাধ্যবাধকতা তৈরি করা হয়েছে। একারণে ক্লাউড ডাটা সেন্টার সেবাদাতাদের যতোগুলো দেশে সম্ভব সেখানেই ক্লাউড ডাটা সেন্টার তৈরি করা প্রয়োজন। আর তাই ওরাকল যেসব দেশে সেবা দিয়ে থাকে সেসব দেশের অন্তত দুইটি অঞ্চলে ক্লাউড ডাটা সেন্টার তৈরি করবে। একটি প্রাথমিক এবং অন্যটি দুর্যোগে ব্যাকআপ হিসেবে কাজ করবে। ওরাকলের ক্লাউড ডাটা সেন্টারের তালিকায় যুক্ত হয়েছে সৌদি আরবের জেদ্দা, জাপানের ওসাকা, অস্ট্রেলিয়ার মেলবোর্ন, কানাডার মনট্রিল এবং নেদারল্যান্ডসের আমস্টারডাম। এই তালিকা ধারাবাহিকভাবে বৃদ্ধি করবে কোম্পানিটি। ডিবিটেক/বিএমটি